歌词
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কি না?
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কি না?
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়?
দিনের আলোর শেষে
যখন রাত নামে
তোমাকে খুঁজে পাই
আঁধারের শিহরণে
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়?
নিথর চোখে কোণে
অথৈ শূন্যতা
ভাবনার বন্দরে
চাঁদ জাগে অপূর্ণতায়
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়?
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কি না?
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়?
Written by: Balam Antor, Kazi Ali Jahangir Balam, RR, Tajul Islam Antor