制作

出演艺人
Ferdous Wahid
Ferdous Wahid
表演者
作曲和作词
Alam Khan
Alam Khan
作曲
Mukul Chowdhury
Mukul Chowdhury
词曲作者
Laser Vision
Laser Vision
编曲
制作和工程
Laser Vision
Laser Vision
制作人

歌词

আমার প্রেমের তরী বইয়া চলে প্রেমের বইঠা ধইরা
যা রে, নাইয়া, যেদিক খুশি পিরিতের পাল তুইলা
আমার মন-মানসী বইসা আছে প্রেমের বইঠা ধইরা
যা রে, নাইয়া, যেদিক খুশি পিরিতের পাল তুইলা
বাঁশরিয়া ছাড়া বাঁশির সুর ধরে না
তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরিয়া
বাঁশরিয়া ছাড়া বাঁশির সুর ধরে না
তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরিয়া
আমার প্রেমের তরী বইয়া চলে প্রেমের বইঠা ধইরা
যা রে, নাইয়া, যেদিক খুশি পিরিতের পাল তুইলা
ওই না আকাশকূলে যেমন মেঘ উইড়া যায়
তেমনি তোমার মনপিঞ্জরায় দুলাইয়ো আমায়
ওই না আকাশকূলে যেমন মেঘ উইড়া যায়
তেমনি তোমার মনপিঞ্জরায় দুলাইয়ো আমায়
আমার প্রেমের তরী বইয়া চলে প্রেমের বইঠা ধইরা
যা রে, নাইয়া, যেদিক খুশি পিরিতের পাল তুইলা
আমার মন-মানসী বইসা আছে প্রেমের বইঠা ধইরা
যা রে, নাইয়া, যেদিক খুশি পিরিতের পাল তুইলা
Written by: Alam Khan, Mukul Chowdhury
instagramSharePathic_arrow_out

Loading...