歌词
ফিরে এলাম আবার ফিরে যাব বলে
যাযাবর যারা, তাদের থেকে যাওয়া কি চলে?
ফিরে এলাম আবার ফিরে যাব বলে
যাযাবর যারা, তাদের থেকে যাওয়া কি চলে?
আমি পথের মানুষ, পথেই জীবন কেটেছে
পথের মায়া আমাকে বন্দী করেছে
আমি পথের মানুষ, পথেই জীবন কেটেছে
পথের মায়া আমাকে বন্দী করেছে
মাঝে মাঝে মনে পড়লে
পথ ঘুরে আমি আসবো
চেনা কাউকে চিরতরে হারিয়ে
হয়তো নীরবে কাঁদবো
মাঝে মাঝে মনে পড়লে
পথ ঘুরে আমি আসবো
চেনা কাউকে চিরতরে হারিয়ে
হয়তো নীরবে কাঁদবো
পথের মায়ায় পথে আবার নামবো
ফিরে এলাম আবার ফিরে যাব বলে
যাযাবর যারা, তাদের থেকে যাওয়া কি চলে?
ফিরে এলাম আবার ফিরে যাব বলে
যাযাবর যারা, তাদের থেকে যাওয়া কি চলে?
আমি পথের মানুষ, পথেই জীবন কেটেছে
পথের মায়া আমাকে বন্দী করেছে
আমি পথের মানুষ, পথেই জীবন কেটেছে
পথের মায়া আমাকে বন্দী করেছে
Written by: Asif Iqbal