歌词
মনের কিনারে চলে আয়
এলোমেলো করে দে আমায়
ও মনের কিনারে চলে আয়
এলোমেলো করে দে আমায়
বুকে জ্বলছে আগুন
চোখে স্বপ্ন তরী
তোর জন্যই বাঁচা তোর জন্যই মরি
কিভাবে আর তোকে বল বোঝাই
মনের কিনারে চলে আয়
এলোমেলো করে দে আমায়
ও মনের কিনারে চলে আয় (মনের কিনারে)
এলোমেলো করে দে আমায় (এলোমেলো করে)
এ মনে
রুপকথা কত নামে
গোপনে
চিঠি দিই মেঘের খামে
ও আমিও উড়ে যাই স্বপ্ন ঘোরে
নামিও বৃষ্টি কে যত্ন করে
প্রেমের জোয়ারে ভেসে আয়
এলোমেলো করে দে আমায়
ও মনের কিনারে চলে আয় (মনের কিনারে)
এলোমেলো করে দে আমায় (এলোমেলো করে)
রাত-ভোর
মিশে যায় তোর আদরে
আমি তোর
দূরে থাকি কি করে
ও কেন তুই
বল থেকে যাস আড়ালে
জানি তুই
আসবি ঠিক পা বাড়ালে
মনের কিনারে চলে আয়
এলোমেলো করে দে আমায়
বুকে জ্বলছে আগুন
চোখে স্বপ্ন তরী
তোর জন্যই বাঁচা তোর জন্যই মরি
কিভাবে আর তোকে বল বোঝাই
মনের কিনারে চলে আয়
এলোমেলো করে দে আমায়
ও মনের কিনারে চলে আয় (মনের কিনারে)
এলোমেলো করে দে আমায় (এলোমেলো করে)
Written by: Pranjal, Savvy