音乐视频

音乐视频

制作

出演艺人
Shusmita Anis
Shusmita Anis
表演者
Arnob
Arnob
表演者
作曲和作词
Azad Rahman
Azad Rahman
作曲
Noyeem Gahar
Noyeem Gahar
词曲作者
Shuvendu Das Shuvo
Shuvendu Das Shuvo
编曲
制作和工程
Arnob
Arnob
制作人

歌词

জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাক।।
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাক।।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাক।।
তোমার কথায় কথা বলি
পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত,
তোমার কথায় কথা বলি
পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত,
তুমি আমার…
তুমি আমার খেলার পুতুল,
তুমি আমার খেলার পুতুল,
আমার কাছে থাকো মাগো।
আমার কাছে থাকো মাগো।
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাক।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমার...
বুকে তোমার ঘুমিয়ে গেলে
বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো আমায় ।।
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাক।।
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাক।।
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো
Written by: Azad Rahman, Noyeem Gahar
instagramSharePathic_arrow_out

Loading...