制作
出演艺人
Sumon Pakhi
表演者
Sorryfuzzaman Shohag
单人表演
Md. Ehsanul Habib Onik
混音师
作曲和作词
Shohag
作词
Md. Ehsanul Habib Onik
作曲
HR Sharmol
编曲
歌词
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
ও, তার চোখের জলে বুক ভাসিয়া নদীর জলে মিইশা যায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
এইখান দিয়া কত নাইয়া আসে আর যায়
বন্ধু তাহার আসে না রে, ভুলিতে না নাহি দেয়
এইখান দিয়া কত নাইয়া আসে আর যায়
বন্ধু তাহার আসে না রে, ভুলিতে না নাহি দেয়
বুকের তলে চিতা জ্বলে, রক্ত ঝরে কলিজায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
পাহাড় ভাইঙ্গা ঝরনার পানি গাঙ্গেতে হারায়
গাঙ্গের পানি স্রোতের টানে সাগরেতে মিশায়
পাহাড় ভাইঙ্গা ঝরনার পানি গাঙ্গেতে হারায়
গাঙ্গের পানি স্রোতের টানে সাগরেতে মিশায়
চোখের জলে হইছে নদী, বাঁচার তো আর ইচ্ছা নাই
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
ও, তার চোখের জলে বুক ভাসিয়া নদীর জলে মিইশা যায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
কান্দে রে, কান্দে কন্যা নদীর কিনারায়
Written by: Md. Ehsanul Habib Onik, Sorryfuzzaman Shohag