制作
出演艺人
Shireen
表演者
Shireen Jawad
表演者
作曲和作词
Fuad Almuqtadir
词曲作者
歌词
ডম্বলিতেসে এতে বইয়াও
ডম্বলিতেসে এতে বইয়াও
ডম্বলিতেসে এতে বইয়াও
ডম্বলিতেসে এতে বইয়াও
মায়াবী মাতোয়ালী চাঁদ রূপওয়ালী
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
মায়াবী মাতোয়ালী চাঁদ রূপওয়ালী
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
দৃষ্টিতে তোমার আছে জাদু
গোলাপরাঙা ওই ঠোঁটেতে মধু
দৃষ্টিতে তোমার আছে জাদু
গোলাপরাঙা ওই ঠোঁটেতে মধু
এক দেখাতেই নজর কাড়িলি
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
এক দেখাতেই নজর কাড়িলি
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
ডম্বলিতেসে এতে বইয়াও
ডম্বলিতেসে এতে বইয়াও
পারিনা বোঝাতে এই মনটাকে
তোমারে চাই আপন করে পেতে
পারিনা বোঝাতে এই মনটাকে
তোমারে চাই আপন করে পেতে
এই আমারে মায়ায় জড়াইলি
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
এই আমারে মায়ায় জড়াইলি
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
মায়াবী মাতোয়ালী চাঁদ রূপওয়ালী
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
ভাবি গো তোমায় দিবানিশি
কেমনে বোঝাই কত ভালোবাসি
ভাবি গো তোমায় দিবানিশি
কেমনে বোঝাই কত ভালোবাসি
প্রেমে ডুবাই দেওয়াইল্লা বানাইলি
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
প্রেমে ডুবাই দেওয়াইল্লা বানাইলি
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
মায়াবী মাতোয়ালী চাঁদ রূপওয়ালী
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
মায়াবী মাতোয়ালী চাঁদ রূপওয়ালী
হিজাবের আড়ালে কী ঝলক দেখালি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
ওহ মাতোয়ালী, ঝলক দেখালি
তোর রুপেতে দেওয়াইল্লা বানাইলি
ওহ মাতোয়ালী, ঝলক...
Written by: Fuad Almuqtadir