積分
演出藝人
Samina Chowdhury
演出者
詞曲
Showkot Ali Emon
作曲
Conventional
詞曲創作
歌詞
কেহই করে বেচাকেনা
কেহই করে বেচাকেনা
কেহই কান্দে
রাস্তায় পড়ে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে
কেহই করে বেচাকেনা
কেহই করে বেচাকেনা
কেহই কান্দে
রাস্তায় পড়ে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে
ফুলের বনে আছে কাঁটা
মনের ঘরে চাবি আঁটা
ভাংতে হবে ঘরের চাবি
খুঁজবি যদি তারে
ফুলের বনে আছে কাঁটা
মনের ঘরে চাবি আঁটা
ভাংতে হবে ঘরের চাবি
খুঁজবি যদি তারে
কাঁটার ঘায়ে অঙ্গ রে তোর
হয় যদি জরজর
কাঁটার ঘায়ে অঙ্গ রে তোর
হয় যদি জরজর
কাঁদিস না আর একা বসে
কাঁদিস না আর একা বসে
পথের ধারে
রাস্তায় পড়ে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে
কেহই করে বেচাকেনা
কেহই করে বেচাকেনা
কেহই কান্দে
রাস্তায় পড়ে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে
মুর্শিদেরই নামটি ধরো
নিজের ঈমান ওজন করো
বিসমিল্লাহ-কে চাপায় রাখো
হৃদপিন্ডের ভিতরে
মুর্শিদেরই নামটি ধরো
নিজের ঈমান ওজন করো
বিসমিল্লাহ-কে চাপায় রাখো
হৃদপিন্ডের ভিতরে
দুই চোখের পানি দিয়া
যায় কি পাওয়া তারে
দুই চোখের পানি দিয়া
যায় কি পাওয়া তারে
সাথে থাকলে মন মহাজন
সাথে থাকলে মন মহাজন
কী না হইতে পারে
রাস্তায় পড়ে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে
কেহই করে বেচাকেনা
কেহই করে বেচাকেনা
কেহই কান্দে
রাস্তায় পড়ে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে
কেহই করে বেচাকেনা
কেহই করে বেচাকেনা
কেহই কান্দে
রাস্তায় পড়ে ধরবি যদি তারে
চল মুর্শিদের বাজারে
Written by: Conventional, Showkot Ali Emon