積分

演出藝人
Nasir
Nasir
演出者
詞曲
Nasir
Nasir
詞曲創作

歌詞

আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী
তারে ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই
আমার বুকে মাথা রেখে বলত মনের কথা
ভাগ করিয়া নিতাম দু'জন দুঃখ-কষ্ট-ব্যথা
আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারী
তার ভালোবাসা করল আমায় পথেরই ভিখারি
তারে কত ভালোবাসি
জানে না রে জগতবাসী, জানে অন্তর্যামী
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
আমার রাজপ্রাসাদের অন্দর ঘরে থাকত রাজকুমারী
চতুর্দিকে পাহারা দিত হাজারও প্রহরী
মনের সিংহাসনে বসে করত রাজ্য শাসন
মুগ্ধ হতাম শুনে তারই মিষ্টি মুখের ভাষণ
মনের রাণী ছিল সে যে, আমি ছিলাম প্রজা
মনটা যে তার পাষাণপুরী, যায়নি তখন বুঝা
আমার রাজ্য শূন্য করে
চলে গেছে বহু দূরে পেয়ে মানুষ দামী
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
হায়রে, এতটুকু সুখের অভাব প্রাসাদে ছিল না
তবুও সে আমার সাথে করল যে ছলনা
একদিন আমি মনের ভুলে গিয়েছিলাম দূরে
এসে দেখি প্রাসাদ আমার ছাই হয়েছে পুড়ে
জানি না সে কোন সে রাজার হয়েছে রাজরানি
বড়ো বেশি সুখে সে নাই, এতটুকুই জানি
ভুল মানুষ ভালোবেসে
জীবন আমার হল শেষে ধু-ধু মরুভূমি
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী
তারে ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই
আমার বুকে মাথা রেখে বলত মনের কথা
ভাগ করিয়া নিতাম দু'জন দুঃখ-কষ্ট-ব্যথা
আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারী
তার ভালোবাসা করল আমায় পথেরই ভিখারি
তারে কত ভালোবাসি
জানে না রে জগতবাসী, জানে অন্তর্যামী
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি
Written by: Jamal Uddin Nasir
instagramSharePathic_arrow_out

Loading...