歌詞
অভিযোগ নেই কোন
অভিশাপ দেবো না
কি অপরাধ ছিল, বলো না
জল ভরা দু'টি চোখে ছলছল লোনা জল
জমে থাকা কত যে বেদনা
মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
ও মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
অভিযোগ নেই কোন
অভিশাপ দেবো না
কি অপরাধ ছিল, বলো না
জল ভরা দু'টি চোখে ছলছল লোনা জল
জমে থাকা কত যে বেদনা
মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
ও মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
হয় যদি অভিনয় সবই তোমার
কী প্রয়োজন ছিল মনটা ভাঙার?
কষ্ট শুধু কি একাকী আমার?
যন্ত্রণার মাঝে ব্যাকুল
হয় যদি অভিনয় সবই তোমার
কী প্রয়োজন ছিল মনটা ভাঙার?
কষ্ট শুধু কি একাকী আমার?
যন্ত্রণার মাঝে ব্যাকুল
মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
ও মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
অন্যেরই হাত ধরে চলে গেলে
স্মৃতিগুলোকে এখানে ফেলে
কখনো বোঝোনি মনের ব্যথা
তোমায় হারিয়ে আকুল
অন্যেরই হাত ধরে চলে গেলে
স্মৃতিগুলোকে এখানে ফেলে
কখনো বোঝোনি মনের ব্যথা
তোমায় হারিয়ে আকুল
মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
ও মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
অভিযোগ নেই কোন
অভিশাপ দেবো না
কি অপরাধ ছিল, বলো না
জল ভরা দু'টি চোখে ছলছল লোনা জল
জমে থাকা কত যে বেদনা
মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
ও মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
অভিযোগ নেই কোন
অভিশাপ দেবো না
কি অপরাধ ছিল, বলো না
জল ভরা দু'টি চোখে ছলছল লোনা জল
জমে থাকা কত যে বেদনা
মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
ও মাধবী, কী ছিল গো ভুল?
হারিয়ে গেলো জীবনেরই কূল
Written by: Ethun Babu


