音樂影片

DHAK BAJA KASHOR BAJA Video Song || Shreya Ghoshal || Jeet Gannguli || Durga Puja Special Songs
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

積分

出演艺人
Shreya Ghoshal
Shreya Ghoshal
表演者
作曲和作词
Priyo Chatterjee
Priyo Chatterjee
作词

歌詞

ঢাক বাজা, কাঁসর বাজা উলু দে আর শাঁখ বাজা বছর পরে আবার এলো মা যে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ায় খুশিতে মন নাচে এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা ঢাক বাজা, কাঁসর বাজা উলু দে আর শাঁখ বাজা বছর পরে আবার এলো মা যে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ায় খুশিতে মন নাচে এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা বলো দুর্গা মাইকি জয় বলো দুর্গা মাইকি জয় আরে, বলো দুর্গা মাইকি জয় মা, তুমি যে মা তোমার স্নেহ-মায়ার নেই তুলনা ও, আজ সপ্তমীতে তোমারই আসনে দিলাম এ আলপনা নতুন জামা, নতুন শাড়ি ঘরের পুজো বারোয়ারি সব কিছুতে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ায় খুশিতে মন নাচে এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা মা, ও দুর্গা মা জানি তোমার নামের কী মহিমা ও, আজ অষ্টমীতে ওই রাঙা চরণে দিলাম অঞ্জলি, মা নবমীতে ভোগ প্রসাদ দশমীতে মন বিষাদ বিসর্জনের সময় এলে কাছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ায় খুশিতে মন নাচে এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা আরে, এলো, এলো, এলো, এলো মা, দুর্গা মা বলো দুর্গা মাইকি জয় বলো দুর্গা মাইকি জয় আরে, বলো দুর্গা মাইকি জয়
Writer(s): Jeet Ganguly, Priyo Chatterjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out