歌詞
আমি মেঘ হয়ে যাই
ঝুম বৃষ্টি ঝরাই
তুমি ভিজবে বলে
ধারা বৃষ্টি জলে
জানে ঝড়ো হাওয়া, জল
জানে কালো মেঘদল
এ তোমাকে ছোঁয়ার আমার ছুতো-ছল
আমি মেঘ হয়ে যাই
ঝুম বৃষ্টি ঝরাই
তুমি ভিজবে বলে
ধারা বৃষ্টি জলে
জানে ঝড়ো হাওয়া, জল
জানে কালো মেঘদল
এ তোমাকে ছোঁয়ার আমার ছুতো-ছল
আমি ছায়া হয়ে যাই
আলো আঁধারে হারাই
তুমি দাঁড়াবে বলে
পথক্লান্তি ভুলে
আমি ছায়া হয়ে যাই
আলো আঁধারে হারাই
তুমি দাঁড়াবে বলে
পথক্লান্তি ভুলে
জানে এই কোলাহল
জানে নাগরিক দল
এ তোমাকে ছোঁয়ার আমার ছুতো-ছল
আমি রাত হয়ে যাই
ঘুম চোখেতে জড়াই
তুমি দেখবে বলে
আসি স্বপ্ন ছলে
আমি রাত হয়ে যাই
ঘুম চোখেতে জড়াই
তুমি দেখবে বলে
আসি স্বপ্ন ছলে
জানে বিরহী অনল
জানে বুকভাঙা ঢল
এ তোমাকে ছোঁয়ার আমার ছুতো-ছল
আমি মেঘ হয়ে যাই
ঝুম বৃষ্টি ছড়াই
তুমি ভিজবে বলে
ধারা বৃষ্টি জলে
জানে ঝড়ো হাওয়া, জল
জানে কালো মেঘদল
এ তোমাকে ছোঁয়ার আমার ছুতো-ছল
Written by: Bappa Mazumder, Dipan