積分

歌詞

এসো এসো প্রাণের উৎসবে
দক্ষিণবায়ুর বেণুরবে
এসো এসো
পাখির প্রভাতী গানে
এসো এসো পুণ্যস্নানে
আলোকের অমৃতনির্ঝরে
এসো এসো
এসো এসো তুমি উদাসীন
এসো এসো তুমি দিশাহীন
প্রিয়েরে বরিতে হবে, বরমাল্য
বরমাল্য আনো তবে
দক্ষিণা দক্ষিণ তব করে
এসো এসো
দুঃখ আছে অপেক্ষিয়া দ্বারে
বীর, তুমি বক্ষে লহো লহো তারে
পথের কণ্টক দলি এসো চলি, এসো চলি
ঝটিকার মেঘমন্দ্রস্বরে
এসো এসো
instagramSharePathic_arrow_out

Loading...