積分
歌詞
গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র
শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র
গাব তোমার সুরে
করব তোমার সেবা দাও সে পরম শক্তি
চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি
গাব তোমার সুরে
সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য
বইব তোমার ধ্বজা দাও সে অটল স্থৈর্য
গাব তোমার সুরে
নেব সকল বিশ্ব দাও সে প্রবল প্রাণ
করব আমায় নিঃস্ব দাও সে প্রেমের দান
গাব তোমার সুরে
যাব তোমার সাথে দাও সে দখিন হস্ত
লড়ব তোমার রণে দাও সে তোমার অস্ত্র
গাব তোমার সুরে
জাগব তোমার সত্যে দাও সেই আহ্বান
ছাড়ব সুখের দাস্য, দাও দাও কল্যাণ
গাব তোমার সুরেদাও সে বীণাযন্ত্র
শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র
গাব তোমার সুরে

