音樂影片

音樂影片

積分

歌詞

যা হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর?
হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর?
পারি নে রাত জাগতে হে নাথ
ভাবতে অনিবার
যা হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর?
হারিয়ে যায় তা আগলে বসে
আছি রাত্রিদিবস ধরে
দুয়ার আমার বন্ধ করে
আছি রাত্রিদিবস ধরে
দুয়ার আমার বন্ধ করে
আসতে যে চায় সন্দেহে তায়
তাড়াই বারে বার
আসতে যে চায় সন্দেহে তায়
তাড়াই বারে বার
যা হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর?
হারিয়ে যায় তা আগলে বসে
তাই তো কারো হয় না আসা
আমার একা ঘরে
আনন্দময় ভুবন তোমার
বাইরে খেলা করে
তাই তো কারো হয় না আসা
আমার একা ঘরে
আনন্দময় ভুবন তোমার
বাইরে খেলা করে
তুমিও বুঝি পথ নাহি পাও
এসে এসে ফিরিয়া যাও
তুমিও বুঝি পথ নাহি পাও
এসে এসে ফিরিয়া যাও
রাখতে যা চাই রয় না তাও
ধুলায় একাকার
রাখতে যা চাই রয় না তাও
ধুলায় একাকার
যা হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর?
হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর?
পারি নে রাত জাগতে হে নাথ
ভাবতে অনিবার
যা হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর?
হারিয়ে যায় তা আগলে বসে
instagramSharePathic_arrow_out

Loading...