積分
演出藝人
Dr. Sreekumar Chatterjee
演出者
詞曲
Rabindranath Tagore
詞曲創作
歌詞
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননীক্রোড়ে
পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননীক্রোড়ে
বেধেছ সখার প্রণয়ডোরে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়নলোভন
তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়নলোভন
নদী গিরি বন সরসশোভন, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
হৃদয়ে-বাহিরে স্বদেশে-বিদেশে, যুগে-যুগান্তে নিমেষে-নিমেষে
হৃদয়ে-বাহিরে স্বদেশে-বিদেশে, যুগে-যুগান্তে নিমেষে-নিমেষে
জনমে-মরণে শোকে-আনন্দে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
Written by: Rabindranath Tagore

