積分
演出藝人
Shreya Guhathakurta
演出者
詞曲
Rabindranath Tagore
詞曲創作
歌詞
তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার
ছাপিয়ে গেল কোন ক্ষণে
তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার
ছাপিয়ে গেল কোন ক্ষণে
তোমারি ঝরনাতলার নির্জনে
রবি ওই অস্তে নামে শৈলতলে
বলাকা কোন গগনে উড়ে চলে
রবি ওই অস্তে নামে শৈলতলে
বলাকা কোন গগনে উড়ে চলে
আমি এই করুণ ধারার কলকলে
নীরবে কান পেতে রই আনমনে
তোমারি ঝরনাতলার নির্জনে
দিনে মোর যা প্রয়োজন
বেড়াই তারি খোঁজ করে
মেটে বা নাই মেটে তা
ভাবব না আর তার তরে
দিনে মোর যা প্রয়োজন
বেড়াই তারি খোঁজ করে
মেটে বা নাই মেটে তা
ভাবব না আর তার তরে
সারাদিন অনেক ঘুরে দিনের শেষে
এসেছি সকল চাওয়ার বাহির-দেশে
সারাদিন অনেক ঘুরে দিনের শেষে
এসেছি সকল চাওয়ার বাহির-দেশে
নেব আজ অসীম ধারার তীরে এসে
প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার
ছাপিয়ে গেল কোন ক্ষণে
তোমারি ঝরনাতলার নির্জনে
Written by: Rabindranath Tagore