歌詞
মেঘ বলেছিল বৃষ্টিকে
আমি রাখবো তোমাকে বুকে
যত ঝড় হোক কখনো তোমাকে
দেবো না যেতে ঝরে
মেঘ বলেছিল বৃষ্টিকে
"আমি রাখবো তোমাকে বুকে
যত ঝড় হোক কখনো তোমাকে
দেবো না যেতে ঝরে"
আসলো আষাঢ় মাস, হলো সর্বনাশ
মেঘ জানে না কখন বৃষ্টি ঝরেছে আপন সুরে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
ফুল বলেছিলো ভ্রমরকে
"আমি থাকবো তোমার সাথে"
দিন না যেতেই ঝরে গেছে
সকালের ফুল রাতে
ফুল বলেছিলো ভ্রমরকে
"আমি থাকবো তোমার সাথে"
দিন না যেতেই ঝরে গেছে
সকালের ফুল রাতে
আসলো আষাঢ় মাস, হলো সর্বনাশ
মেঘ জানে না কখন বৃষ্টি ঝরেছে আপন সুরে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
মিথ্যে তোমায় দোষী ভেবে
আমি ভাবিনি জীবন ফাঁকি
বিশ্বাস ভাঙে, পাতা ঝরে যায়
নীড় ভাঙে-গড়ে পাখি
মিথ্যে তোমায় দোষী ভেবে
আমি ভাবিনি জীবন ফাঁকি
বিশ্বাস ভাঙে, পাতা ঝরে যায়
নীড় ভাঙে-গড়ে পাখি
আসলো আষাঢ় মাস, হলো সর্বনাশ
মেঘ জানে না কখন বৃষ্টি ঝরেছে আপন সুরে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
বলো ভালোবাসা দিয়ে নিয়মকে
আমি বাঁধবো কেমন করে
মেঘ বলেছিল বৃষ্টিকে
আমি রাখবো তোমাকে বুকে
Written by: Ashok Paul, Prosenjit Ojha, Sunny Chaki