積分
演出藝人
Kabir Suman
演出者
詞曲
Kabir Suman
詞曲創作
歌詞
রুখবো তোমার সচল দৃষ্টি, তাও কি হয়?
দৃষ্টি রোখার বর্ম আমার জন্য নয়
রুখবো তোমার সচল দৃষ্টি, তাও কি হয়?
দৃষ্টি রোখার বর্ম আমার জন্য নয়
রুখবো তোমার সচল দৃষ্টি, তাও কি হয়?
লোভের ইশারা রুখতে পেরেছি কয়েকবার
শত্রুর সাথে সন্ধি করিনি হাজার বার
লোভের ইশারা রুখতে পেরেছি কয়েকবার
শত্রুর সাথে সন্ধি করিনি হাজার বার
পদাতিক মনে এবার বুঝি বা সন্ধ্যে হয়
দিন ফুরোনোর ভাবনা এখন আকাশময়
রুখবো তোমার সচল দৃষ্টি, তাও কি হয়?
ভেঙ্গেছি গড়েছি জীবন, অনেক শব্দ-সুর
উচ্চারণেই পেয়েছি সাতটা সমুদ্দুর
ভেঙ্গেছি গড়েছি জীবন, অনেক শব্দ-সুর
উচ্চারণেই পেয়েছি সাতটা সমুদ্দুর
রসনা আমার এবার বুঝি বা ক্লান্ত হয়
অথচ ক্লান্তি কখনো আমার জন্য নয়
রুখবো তোমার সচল দৃষ্টি, তাও কি হয়?
দৃষ্টি তোমার হাতছানি দেয় পথের ডাক
সন্ধ্যের আগে পথের ইশারা আমার থাক
দৃষ্টি তোমার হাতছানি দেয় পথের ডাক
সন্ধ্যের আগে পথের ইশারা আমার থাক
ডাকছে আমার নক্ষত্ররা স্বপ্নময়
স্বপ্ন রোখার বর্ম আমার জন্য নয়
রুখবো তোমার সচল দৃষ্টি, তাও কি হয়?
দৃষ্টি রোখার বর্ম আমার জন্য নয়
রুখবো তোমার সচল দৃষ্টি, তাও কি হয়?
Written by: Kabir Suman