積分

演出藝人
Bratati Bandopadhyay
Bratati Bandopadhyay
演出者
Bratati Banerjee
Bratati Banerjee
演出者
詞曲
Alok Chatterjee
Alok Chatterjee
詞曲創作

歌詞

বাবার আছে বইয়ের পাহাড়
মায়ের শুধু গান
দিদির আছে নাচের নাটক
আবৃত্তিতেও টান
সন্ধ্যে, রাত্রি, সকাল, দুপুর
সবার তুমি রবীন ঠাকুর
আমার কথা কেই বা শোনে
বলছি কথা নিজের মনে
জানি তুমি মস্তো বড়ো
ঐযে ছবি, দুলছে মালা
মেঝের ওপর প্রদীপ জ্বালা
জন্মদিনে তোমায় বলি
ঐযে আমার বইয়ের থলি
ওরই মধ্যে সহজপাঠ
পড়েছি তার চারটি ছড়া
স্কুলেতে দেয় যেমন পড়া
ছড়ার মধ্যে সেই যে লেখা
"হারিয়ে পাওয়া আলোটি রে
নাচায় ডালে ফিরে ফিরে
ঝুমকো ফুলের লতা"
কেউ দেবে না বুঝিয়ে আমায়
ব্যস্ত সবাই, তোমায় জানাই
কাচের বাধা সবাই ফেলো
আমার দিকে চোখটি মেলো, রবীন ঠাকুর
স্বপ্নে তুমি এসো
ঝুমকো লতার আলোর নাচন
বুঝিয়ে দিয়ো তোমার মতন, রবীন ঠাকুর
আমায় তুমি একটু ভালোবেসো
Written by: Alok Chatterjee
instagramSharePathic_arrow_out

Loading...