歌詞
হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার
তখন আবার যদি দেখা হয় তোমার আমার
তখন মুখোমুখী আমি আর শৈশব
মাঝখানে ব্যাবধান কুড়ি অথবা ৩০ অথবা ৪০ অথবা
একা একা পথও চলা
একা একা কথা বলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
হাজার মানুষের ভীড়ে মিশে
হাজার মানুষের ভীড়ে মিশে
ভোরের কোলাহল ঘুমের শেষে
দু'চোখ আজো খুঁজে ফেরে
ফেলে আসা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
সেই মায়ের গানে ঘুমের পরী
আজো থেমে আছে সময়ের ঘড়ি
সেই ঝিম ধরা দুপুর বেলা
ঘুমে জাগরনে হারানো খেলা
ছেলেবেলা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
সেই ঝড়ের রাতে মায়ের আঁচল
নজর না লাগা প্রহরী কাজল
সেই রাত সে চাঁদ সে স্বপন ভেলা
ছিঁড়ে যাওয়া স্মৃতির মালা
ছেলেবেলা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
হাজার মানুষের ভীড়ে মিশে
হাজার মানুষের ভীড়ে মিশে
ভোরের কোলাহল ঘুমের শেষে
দু'চোখ আজো খুঁজে ফেরে
ফেলে আসা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
Written by: Nachiketa Chakraborty