音樂影片

একা একা পথ চলা - নচিকেতা || Eka Eka Path Chala by Nachiketa || Bangla Music Archive
在 YouTube 上觀看「একা একা পথ চলা - নচিকেতা || Eka Eka Path Chala by Nachiketa || Bangla Music Archive」

收錄於

積分

演出藝人
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
演出者
詞曲
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
詞曲創作

歌詞

হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার
তখন আবার যদি দেখা হয় তোমার আমার
তখন মুখোমুখী আমি আর শৈশব
মাঝখানে ব্যাবধান কুড়ি অথবা ৩০ অথবা ৪০ অথবা
একা একা পথও চলা
একা একা কথা বলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
হাজার মানুষের ভীড়ে মিশে
হাজার মানুষের ভীড়ে মিশে
ভোরের কোলাহল ঘুমের শেষে
দু'চোখ আজো খুঁজে ফেরে
ফেলে আসা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
সেই মায়ের গানে ঘুমের পরী
আজো থেমে আছে সময়ের ঘড়ি
সেই ঝিম ধরা দুপুর বেলা
ঘুমে জাগরনে হারানো খেলা
ছেলেবেলা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
সেই ঝড়ের রাতে মায়ের আঁচল
নজর না লাগা প্রহরী কাজল
সেই রাত সে চাঁদ সে স্বপন ভেলা
ছিঁড়ে যাওয়া স্মৃতির মালা
ছেলেবেলা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
হাজার মানুষের ভীড়ে মিশে
হাজার মানুষের ভীড়ে মিশে
ভোরের কোলাহল ঘুমের শেষে
দু'চোখ আজো খুঁজে ফেরে
ফেলে আসা ছেলেবেলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
একা একা পথও চলা
একা একা কথা বলা
Written by: Nachiketa Chakraborty
instagramSharePathic_arrow_out