歌詞
ওগো চাঁদ, ঘুমালে কি?
ও আকাশ, ঘুমালে কি?
শুধু ঝিরিঝিরি ঝর্ণা গল্প বলে
জানি না যে হলো কত রাত
ওগো চাঁদ, ঘুমালে কি?
ও আকাশ, ঘুমালে কি?
মন যেন প্রজাপতি, মনে হয় তারে ধরি
কাছে গেলে উড়ে চলে যায়
পাখাতে যে রঙ জাদু, দেখে চোখে নেশা লাগুক
ঘুম ঘুম চোখে কথা কয়
শুধু ঝিরিঝিরি ঝর্ণা গল্প বলে
জানি না যে হলো কত রাত
ওগো চাঁদ, ঘুমালে কি?
ও আকাশ, ঘুমালে কি?
কিছুটা যে চোখে পড়ে, কিছু ঢাকা কুয়াশাতে
এই দেখি, এই সে তো নেই
কায়া নেই, আছে ছায়া, মায়াবিনী ডেকে যায়
ভালোবাসা বুঝি তার নয়
শুধু ঝিরিঝিরি ঝর্ণা গল্প বলে
জানি না যে হলো কত রাত
ওগো চাঁদ, ঘুমালে কি?
ও আকাশ, ঘুমালে কি?
ওগো চাঁদ, ঘুমালে কি?
Written by: Gauri Prasanna Mazumder, Nachiketa Ghosh