積分
演出藝人
Debadrito Chattopadhyay
演出者
詞曲
Rabindranath Tagore
詞曲創作
歌詞
হে কবি, তুমি গেয়েছ বসি প্রেমের জয়গান
মৃত্যুহীন অমরতায় দিয়েছ তারে স্থান
কভু বা মধু-মদির প্রেমে দিয়েছ তারে সুর
একটু হাসির পরশ দিয়ে করেছ সুমধুর
দীপ্ত প্রেম, মুক্ত মোহ, মোহিনী মায়া টুটে
কর্ম পথে মহান ব্রতে প্রেমের কমল ফোটে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলায় রে
ও কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
ও কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
আমার মন ভুলায় রে
আমার মন ভুলায় রে
Written by: Rabindranath Tagore