音樂影片

音樂影片

積分

演出藝人
Selim Chowdhury
Selim Chowdhury
演出者
詞曲
Prodip Kumar Shaha
Prodip Kumar Shaha
詞曲創作

歌詞

আশায় বাঁধি ঘর প্রতিটি প্রহর
নির্জনে স্বপ্ন বুনি অন্তরের ভিতর
জীবন আমার জীবন তো নয়, ধু-ধু বালুচর
বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার?
ও বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার?
আকাশ-মাটি, জলে-স্থলে খুঁজি নিরন্তর
ব্যাকুল মনটা ঘুরে বেড়ায় হইয়া দেশান্তর
আকাশ-মাটি, জলে-স্থলে খুঁজি নিরন্তর
ব্যাকুল মনটা ঘুরে বেড়ায় হইয়া দেশান্তর
এত সাধের মায়ার শরীর নয় তো পাথর
বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার?
ও বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার?
সাক্ষী দেবে বাউল বাতাস, রোদ, বৃষ্টি, ঝড়
কে আমার এ হৃদয়েরই আপন সহচর
সাক্ষী দেবে বাউল বাতাস, রোদ, বৃষ্টি, ঝড়
কে আমার এ হৃদয়েরই আপন সহচর
সময় কইরা দিয়ো দেখা, নিয়ো যে খবর
বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার?
ও বন্ধু রে, তুই ছাড়া আছে কী আমার?
Written by: Prodip Kumar Shaha
instagramSharePathic_arrow_out

Loading...