積分
演出藝人
Shusmita Anis
演出者
詞曲
Kamal Das Gupta
作曲
Pranab Roy
詞曲創作
歌詞
কোন বনের কিশোর এলো, এলো রে
হাতে পিয়াল পাতার বাঁশি
কোন বনের কিশোর এলো, এলো রে
হাতে পিয়াল পাতার বাঁশি
তার কাজল-আঁখি যেন কোয়েল পাখি
তার চূড়ায় বাঁধা কৃষ্ণচূড়ার রাখি
তার কাজল-আঁখি যেন কোয়েল পাখি
তার চূড়ায় বাঁধা কৃষ্ণচূড়ার রাখি
তার নিটোল তনু ওঠে দুলিয়া
তার নিটোল তনু ওঠে দুলিয়া
আহা, মুখে মৃদুমধুর হাসি রে
আহা, মুখে মৃদুমধুর হাসি রে
হাতে পিয়াল পাতার বাঁশি
কোন বনের কিশোর এলো, এলো রে
হাতে পিয়াল পাতার বাঁশি
সে বাঁশি বাজায় বসে কুঞ্জছায়ায়
শুনে ঢেউ খেলে যায় মন, মন-যমুনায়
সে বাঁশি বাজায় বসে কুঞ্জছায়ায়
শুনে ঢেউ খেলে যায় মন, মন-যমুনায়
কত বনের হরিণ পথ ভুলিয়া
কত বনের হরিণ পথ ভুলিয়া
আহা, থমকে দাঁড়ায় কাছে আসি রে
আহা, থমকে দাঁড়ায় কাছে আসি রে
হাতে পিয়াল পাতার বাঁশি
কোন বনের কিশোর এলো, এলো রে
হাতে পিয়াল পাতার বাঁশি
সে গানের ছলে ডাকে "পিয়া" বলে
সে গানের ছলে ডাকে "পিয়া, পিয়া, পিয়া, পিয়া" বলে
শুনে আড়াল হতে মোর হিয়া দোলে
শুনে আড়াল হতে মোর হিয়া দোলে
মোর বেণীর বাঁধন পড়ে খুলিয়া
মোর বেণীর বাঁধন পড়ে খুলিয়া
আহা, সুখে নয়নজলে ভাসি রে
আহা, সুখে নয়নজলে ভাসি রে
হাতে পিয়াল পাতার বাঁশি
কোন বনের কিশোর এলো, এলো রে
হাতে পিয়াল পাতার বাঁশি
হাতে পিয়াল পাতার বাঁশি
হাতে পিয়াল পাতার বাঁশি
হাতে পিয়াল পাতার বাঁশি
হাতে-
Written by: Kamal Das Gupta, Pranab Roy

