音樂影片
音樂影片
積分
演出藝人
Sudipto Kumar
演出者
Sudipto Sarkar
演出者
詞曲
Samiul Shajib
詞曲創作
Sudipto Sarkar
改編
Shajib's Creation ™
編曲
製作與工程團隊
Samiul Shajib
製作人
歌詞
আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরি
ছন্দ ছাড়া, হয়ে আমি
খুঁজি তোরে
আপনমনে
মাঝে মাঝে মনে পড়ে,
সেইসব দিনগুলো, তুই ছিলিনা যখন
মাঝে মাঝে, কড়া নাড়ে,
সেই দিনগুলো, তুই ছিলিনা যখন,
তুই রবি আমারই
তুই ছবি আমারই,
তোরে ছাড়া বাঁচি কেমনে
“বড় একা আমি
নিজের ছায়ার মত,
শূন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জল নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত,
বড় একা আমি, বড় একা”
মেঘে মেঘে কত বেলা কেটে যায় শুধু,
বিষাদ এর ভেলা,
তুই ছাড়া একা একা
দিন কাটেনা স্মৃতিরও ছায়ায়,
তুই রবি আমারই, তুই ছবি আমারই,
তোরে ছাড়া আমি বাঁচি কেমনে
Written by: Samiul Shajib


