積分
演出藝人
Pratik Kundu
演出者
Pijush Das
演出者
Sudeshna Das
演出者
Hafiza Sultana
演出者
Rishav Guha
演出者
Shaoni Shome
演出者
詞曲
Pijush Das
詞曲創作
歌詞
চাইলি তুই, গাইলি গান, তোকেই শোনাবো
হাত ধরে রাত ভোরে শহর ঘোরাবো
জানিস আমার বেসামাল হয়ে গেছে মন
এই সময় তুই আমার ভীষণ প্রয়োজন
এই মনের অবস্থা আর কী বলি
দিতে চায় on point-এ অঞ্জলি
বারেবার ছুটে চলে যায় তোর গলির দিকে
কোনো কথা মানে না
তোর সাথে অনেকটা পথ চলতে চাই
Then কানে কানে "ভালোবাসি" বলতে চাই
শুধু আবদার একটাই, যা কিছুই হয়ে যাক
Just সঙ্গে থাক, সব যন্ত্রণা কমে যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
Just সঙ্গে থাক, মাঝরাতে কথা বলা যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
সঙ্গে থাক
ডাকনামেরা কপালে থাকে না সবার
কথারা ফুরিয়ে গেলে থেকে যায় স্মৃতিরা হাজার
এসবের মানে তারাই তো জানে আজকাল
নিজেদের ঠিক ভুলে ভালো ছিল যারা গতকাল
কাঠবেড়ালিরা Cadbury-তেই খুশি
গালগুলো দেখো, পুরো যেন ফুলটুসি
আর হাবভাব রংচঙে রূপসীর মতো, নাগাল পাওয়া দায়
পুজো আসছে, এটাই তো ভালোলাগা
এসে গেলে দশমীর পথ চেয়ে থাকা
তাই আবদার একটাই, যা কিছুই হয়ে যাক
Just সঙ্গে থাক, সব যন্ত্রণা কমে যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
Just সঙ্গে থাক, মাঝরাতে কথা বলা যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
Written by: Pijush Das