歌詞

কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর আমারে স্বপ্ন দেখাইয়া কার বাসরে ঘুমাস? বারে বারে বইলাছিলি শুধুই আমারে চাস আমারে স্বপ্ন দেখাইয়া কার বাসরে ঘুমাস? বারে বারে বইলাছিলি শুধুই আমারে চাস ওরে, টাকা লইয়া সুখে আছিস, টাকাই সব তোর দেখবি একদিন খুব বড় হইমু, থাকবি না যোগ্য মোর দেখবি একদিন খুব বড় হইমু, থাকবি না যোগ্য মোর আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠাঁই তোরে আমি দোষ দেবো কী, তুই কপালে নাই আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠাঁই তোরে আমি দোষ দেবো কী, তুই কপালে নাই তোর লাগিয়া মায়া লাগে, কান্দে এই অন্তর আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর
Writer(s): Atif Ahmed Niloy, Din Islam Sharuk Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out