積分

演出藝人
Imon Chakraborty
Imon Chakraborty
主唱
詞曲
Rabindranath Tagore
Rabindranath Tagore
詞曲創作
製作與工程團隊
Cozmik Harmony
Cozmik Harmony
製作人

歌詞

শাওন গগণে ঘোর ঘনঘটা
নিশীথ যামিনী রে
শাওন গগণে ঘোর ঘনঘটা
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
অবলা কামিনী রে
শাওন গগণে ঘোর ঘনঘটা
নিশীথ যামিনী রে
শাওন গগণে ঘোর ঘনঘটা
উন্মদ পবনে যমুনা তর্জিত
ঘন ঘন গর্জিত মেহ
দমকত বিদ্যুৎ, পথতরু লুণ্ঠিত
থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম রিমঝিম রিমঝিম
বরখত নীরদপুঞ্জ
শাল-পিয়ালে তাল-তমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ
কাহ রে সজনী, এ দুরুযোগে
কুঞ্জে নিরদয় কান
কাহ রে সজনী, এ দুরুযোগে
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বাজায়ত
দারুণ বাঁশী কাহ বাজায়ত
সকরুণ রাধা নাম
মোতিম হারে বেশ বনা দে
সীঁথি লগা দে ভালে
উরহি বিলুণ্ঠিত লোল চিকুর মম
বাঁধহ চম্পক মালে
গহন রয়নমে ন যাও, বালা
নওল কিশোরক পাশ
গহন রয়নমে ন যাও, বালা
নওল কিশোরক পাশ
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
কহে ভানু তব দাস
শাওন গগণে ঘোর ঘনঘটা
নিশীথ যামিনী রে
শাওন গগণে ঘোর ঘনঘটা
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...