音樂影片

হেঁটেছি বৃষ্টিতে (Hentechhi Brishtite) - Bangla Band Song | Lovers Lane | Somlata |Rajkumar Sengupta
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

收錄於

積分

出演艺人
Somlata
Somlata
表演者
Rajkumar Sengupta
Rajkumar Sengupta
表演者
作曲和作词
Rajkumar Sengupta
Rajkumar Sengupta
作曲
Arnab Chaudhury
Arnab Chaudhury
词曲作者

歌詞

এঁকেছে বৃষ্টিতে পড়ন্ত নীল বিকেল শুনেছে কুচকাওয়াজ মেঘমল্লার সুরে রয়েছে সাবধানে বালিশে ঘুম জমে বয়েছে লাল নদী ধমনিজুড়ে লেগেছে একটু চোট চেনা আলিঙ্গনে ভিজেছে একটা ঠোঁট সামান্য চুম্বনে আমি হেঁটেছি, ভিজেছি, খুঁজেছি, এঁকেছি বৃষ্টিতে সাবধানে, ঘুম জমে, আলিঙ্গনে, চুম্বনে রয়েছি আমি হেঁটেছি চুপিসারে এসেছিল গিটারে আজও লেগে আঙুল সে ছ'টা তারে চুপিসারে এসেছিল গিটারে আজও লেগে আঙুল সে ছ'টা তারে চশমাগুলো চোখ পুড়োলো সস্তা রোদ্দুরে অল্প ঋণে রাখবো কিনে স্বপ্ন মনজুড়ে আমি হেঁটেছি, ভিজেছি, খুঁজেছি, এঁকেছি বৃষ্টিতে সাবধানে, ঘুম জমে, আলিঙ্গনে, চুম্বনে রয়েছি আমি হেঁটেছি Safety pin-এ অথবা রক্ত-জিনে হাততালিরা জমেছে জন্মদিনে Safety pin-এ অথবা রক্ত-জিনে হাততালিরা জমেছে জন্মদিনে শব্দকবি জব্দ হবি মোমবাতি পুড়ে বাষ্প হয়ে আসবো বয়ে তোর চোখে ফিরে আমি হেঁটেছি, ভিজেছি, খুঁজেছি, এঁকেছি বৃষ্টিতে সাবধানে, ঘুম জমে, আলিঙ্গনে, চুম্বনে রয়েছি আমি হেঁটেছি
Writer(s): Arnab Chaudhury Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out