積分
演出藝人
Timir Biswas
演出者
詞曲
Diganta Das
詞曲創作
Saqi Banerjee
詞曲創作
Pranjal Das
詞曲創作
歌詞
আমার বদ্ধ ঘরে আবদ্ধ কিছু কথা
আর একটু একটু নীরবতা
তুমি পাওনি আমায় কিছুতেই
আর পাবেও কি না তা জানি না
কেউ থমকে গেছে, কেউ ভেঙে
কেউ ভাবতে চেয়েছে, কেউ জেগে
দেশ বন্ধ সবার এভাবেই
যেন পথ হাঁটে রাস্তাকে দেখে
পুড়ছে শহর, উড়ছে ধোঁয়ার মাখামাখি
এ শহরে ফেরেস্তা পোড়ায়, দেবতা কী?
কেন আয়নায় দেখছি মুখ?
ভেঙে যাচ্ছে আমার এ বুক
এই কাঁচের জীবন চিড় ধরে যায়
দেখে মুখোশ আর বিদ্রুপ
যেই আয়নায় দেখছো মুখ
সেই আয়নারও অসুখ
শীতলতা বাড়ছে এই সময়ে
করে মৃত্যুকে উন্মুখ
আমাদের এ ভাঙা অসুখ
আমাদের এ ভাঙা অসুখ
আমাদের এ ভাঙা অসুখ
আমাদের এ ভাঙা অসুখ
আবার কোনো এক সময়ের ভিড়ে
ফুটবেই আলো নিরাপত্তার আগুন জ্বালিয়ে
হাত মুক্ত করে মনের জোরে লড়ে যাবো
যা খোয়া গেছে সব কথা দিলাম ফিরে পাবো
(আমরা)
তবু আয়নায় দেখছি মুখ
যদিও ভাঙা আমার এ বুক
উষ্ণতা বাড়বে এই সময়ে
যেই আয়নায় দেখছো মুখ
যেই আয়নায় দেখছো মুখ
যেই আয়নায় দেখছো মুখ
Written by: Diganta Das, Pranjal Das, Saqi Banerjee