歌詞

বাংলাদেশ, আমার বাংলাদেশ বাংলাদেশ, আমার বাংলাদেশ কিছুক্ষণ আগে প্রায় ৯০ হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য নিয়ে জেনারেল নিয়াজী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছেন আজ থেকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র জয় বাংলা! আমার গর্ব, আমার স্বর্গ, আমার মাতৃভূমি জন্মেছি তাতে গর্বিত, তুমি স্বপ্নপুরের রাণী তোমার কোলে জন্মেছি বলে আমি আজ চিরসুখী শহীদরা যে জীবন দিলো কান্নার জলে লিখি '৭১-এর ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ নিলো দেখো নয়টি মাস সময় বাংলাদেশ, আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ কত শত কবি কত শত গান দিয়েছে যে উপহার শুরু তারা লিখেছিল, তবে বাকি ছিল উপসংহার তাই গাই, আমি গাই তোমার অবদান তাই সুর করে গাইছি আমি এই বাংলার গান '৭১-এর ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ নিলো দেখো নয়টি মাস সময় বাংলাদেশ, আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ সবুজের দেশ, নদীর জালে ঘেরা মাঝে লালের বৃত্তটায় আমার আবেগ লুকায় জানো কি? সবুজের দেশ, নদীর জালে ঘেরা মাঝে লালের বৃত্তটায় আমার আবেগ লুকায় জানো কি? সবুজের দেশ, নদীর জালে ঘেরা এই আমার বাংলাদেশ, তোমার-আমার, বাংলাদেশ সবার সবুজের দেশ, নদীর জালে ঘেরা এই আমার বাংলাদেশ, তোমার-আমার, বাংলাদেশ সবার সবুজের দেশ, নদীর জালে ঘেরা এই আমার বাংলাদেশ, তোমার-আমার, বাংলাদেশ সবার সবুজের দেশ, নদীর জালে ঘেরা এই আমার বাংলাদেশ, তোমার-আমার, বাংলাদেশ সবার
Writer(s): Montasir Rakib Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out