積分

演出藝人
Indranil Sen
Indranil Sen
演出者
Rabindranath Tagore
Rabindranath Tagore
演出者
Manna Dey
Manna Dey
演出者
詞曲
Rabindranath Tagore
Rabindranath Tagore
作曲

歌詞

কেন চেয়ে আছ গো মা, মুখপানে
কেন চেয়ে আছ গো মা
এরা চাহে না তোমারে চাহে না যে
আপন মায়েরে নাহি জানে
এরা তোমায় কিছু দেবে না, দেবে না
মিথ্যা কহে শুধু কত কী ভাণে
কেন চেয়ে আছ গো মা, মুখপানে
কেন চেয়ে আছ গো মা
তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি
স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি
তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি
স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি
জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী
এরা কী দেবে তোরে
কিছু না, কিছু না
মিথ্যা কবে শুধু হীনপরানে
কেন চেয়ে আছ গো মা, মুখপানে
কেন চেয়ে আছ গো মা
মনের বেদনা রাখো, মা, মনে
নয়নবারি নিবারো নয়নে
মনের বেদনা রাখো, মা, মনে
নয়নবারি নিবারো নয়নে
মুখ লুকাও, মা, ধুলিশয়নে
ভুলে থাকো যত হীন সন্তানে
শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি
দেখো কাটে কিনা দীর্ঘ রজনী
শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি
দেখো কাটে কিনা দীর্ঘ রজনী
দুঃখ জানায়ে কী হবে, জননী
নির্মম চেতনাহীন পাষাণে
কেন চেয়ে আছ গো মা, মুখপানে
কেন চেয়ে আছ গো মা
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...