積分
演出藝人
June Banerjee
演出者
Jeet Gannguli
演出者
詞曲
Jeet Gannguli
作曲
Gautam Sushmit
作詞
製作與工程團隊
SVF
製作人
歌詞
বাতাসে গুনগুন, এসেছে ফাগুন
বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন
বাতাসে গুনগুন, এসেছে ফাগুন
বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন
ও এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না
দাবানল যেন ছড়ালো পার করে সীমানা
শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা
নিজেকেই দেখে লাগে আজ
অচেনা, অচেনা, অচেনা
বাতাসে গুনগুন-
মরণ দেখি আমার, ওগো, তোমার ওই চোখে
পাগল নাও না করে এই রাতে আমাকে
মরণ দেখি আমার, ওগো, তোমার ওই চোখে
পাগল দাও না করে এই রাতে আমাকে
ভালোবাসা আজ বন্য, কোনো কথা শোনে না
নিঃশ্বাসে যেন চাতকের বুকভাঙা বাসনা
শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা
নিজেকেই দেখে লাগে আজ
অচেনা, অচেনা, অচেনা
বাতাসে গুনগুন-
তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে
উতল করো আমায় আজ বন্য সোহাগে
আ তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে
উতল করো আমায় আজ বন্য সোহাগে
এ কোথায় ভেসে চলেছি নিজে আজ জানি না
চাওয়া-পাওয়া যেন কিছুতেই আজ আর মেটে না
শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা
নিজেকেই দেখে লাগে আজ
অচেনা, অচেনা, অচেনা
বাতাসে গুনগুন, এসেছে ফাগুন
বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এতো যে আগুন
বাতাসে গুন গুন এসেছে ফাগুন
বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এতো যে আগুন
ও এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না
দাবানল যেন ছড়ালো পার করে সীমানা
শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা
নিজেকেই দেখে লাগে আজ
অচেনা, অচেনা, অচেনা
না-না, না-না-না
Written by: Gautam Sushmit, Jeet Gannguli