積分

演出藝人
Anirban Sur
Anirban Sur
演出者
詞曲
Lalon Fokir
Lalon Fokir
詞曲創作
Lalon Shah
Lalon Shah
詞曲創作

歌詞

চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
আমি হব বলে চরণদাসী
হব বলে চরণদাসী
ও তা হয় না কপাল গুণে
ও তা হয় না কপাল গুণে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
আমি কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে
ঐ রূপ হেরি এ দর্পণে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
যখন ঐ রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
যখন ঐ রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
লালন ফকির ভেবে বলে সদাই
ঐ প্রেম যে করে সে জানে
ঐ প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
Written by: Lalon Fokir, Shamik Guha Roy
instagramSharePathic_arrow_out

Loading...