積分
演出藝人
Debdeep Mukherjee
演出者
詞曲
Debdeep Mukherjee
詞曲創作
歌詞
ছেলে তো টুকরো হীরে, কনে তো চাঁদের কণা
এ আবার ঘেউ করলেই ও তো চাঁদু তুলছে ফণা
যে ভাসার ভাসবে ঠিকই, আর যে ডোবার সে ডুববে
আমরা কবজি ডুবাই, ছাদনাতলায় ঘুরুকগে
ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দে, দিন পাঁচ টানা রোববার
তুলোর মতো mutton, মামা, মন্ডা-মিঠাই-মোরব্বা
ফুর্তির প্রাণ গড়ের মাঠে খেলছে তখন চু-কিত-কিত
কী কেলো করলো, ঋতুপণ্না weds পয়েনজিৎ
বিয়েবাড়ি বলে কি রেফ, র-ফলাগুলো খেয়ে ফেলেছো?
ওটা "প্রসেনজিৎ weds ঋতুপর্ণা" হবে (ও)
ভুঁড়িটা বেরিয়ে এলে belt-টা tight কর না
Friend zone, উটকো প্রেমিক, পিঁড়ে তুলে ধর না
ভুঁড়িটা বেরিয়ে এলে belt-টা tight কর না
Friend zone, উটকো প্রেমিক, পিঁড়ে তুলে ধর না
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
চোখ তুলে দেখো না কে এসেছে
নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে
চোখ তুলে দেখো না কে এসেছে
নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে
তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাতপাকে বেঁধে নিয়ে যেতে এসেছি
ও আমার লজ্জাবতী, ওই দেখ চাল নবাবি
খাবি কি পাগলা তোরা? ঝাঁঝেতে টসকে জাবি
টপ্পা ধরো, টুংড়ি ধরো, মালা ছিঁড়ে পড়ছে পুঁতি
ময়ূরের ন্যাজের মতো কোঁচকানো বাদশাহের ধুতি
ও গুরু, যতই টানো খুলবে না তো বাংলা গিঁট
কী কেলো করলো, ঋতুপণ্না weds পয়েনজিৎ
ওইটা পো-
"প্রসেনজিৎ weds ঋতুপর্ণা", তাই তো?
জিগারের মহব্বতে দিল পাহাড়ি ঝরনা
হলো বদহজম যাদের, হালকা কেটে পড় না
জিগারের মহব্বতে দিল পাহাড়ি ঝরনা
হলো বদহজম যাদের, হালকা কেটে পড় না
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
চোখ তুলে দেখো না কে এসেছে
নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে
তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাতপাকে বেঁধে নিয়ে যেতে এসেছি
জিগারের মহব্বতে দিল পাহাড়ি ঝর্ণা
হলো বদহজম যাদের, হালকা কেটে পড় না
জিগারের মহব্বতে দিল পাহাড়ি ঝর্ণা
হলো বদহজম যাদের, হালকা কেটে পড় না
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
মোদ্দাকথা হচ্ছে যেটা, প্রসেনজিৎ weds ঋতুপর্ণা
Written by: Debdeep Mukherjee

