積分

演出藝人
Purabi Dutta
Purabi Dutta
主唱
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
音樂總監
詞曲
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
詞曲創作
製作與工程團隊
Raga Music Communications Pvt Ltd
Raga Music Communications Pvt Ltd
製作人

歌詞

কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
তব আঁখিজল, সে কি শুধু ছল
এ কি মরু হায় নয় জলধি
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
ওগো, কত জনমের কত সে কাঁদন
করে হাহাকার বুকেরই তলায়
কত নিরাশা, কত অভিমান
ফেনায়ে ওঠে গভীর ব্যথায়
মিলন হবে কোথা সে কবে
মিলন হবে কোথা সে কবে
কাঁদিছে সাগর স্মরিয়া নদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
Written by: Kazi Nazrul Islam
instagramSharePathic_arrow_out

Loading...