積分
演出藝人
Shreya Ghoshal
主唱
Babul Supriyo
演出者
Aninda Chatterjee
演出者
Chandril Bhattacharya
演出者
詞曲
Aninda Chatterjee
詞曲創作
Chandril Bhattacharya
詞曲創作
Shantanu Moitra
作曲
歌詞
আলো আলো রঙ জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু-মিছু রাত পিছু পিছুটান ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়িরই মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত পলাশের বন আহা
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ
আহা-হা-আ-হা-হা
ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়িরই মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত পলাশের বন আহা
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
উঁহু-হু-হু, ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
কিছু-মিছু রাত পিছু পিছুটান অবিকল
আলো আলো রঙ জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
গুড়ো গুড়ো নীল রঙ পেন্সিল জোছনার জল
ঝুরো ঝুরো কাঁচ আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল আহা
ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়
আহা-হা-আ-হা-হা
গুড়ো গুড়ো নীল রঙ পেন্সিল জোছনার জল
ঝুরো ঝুরো কাঁচ আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল আহা
ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
আলো আলো রঙ জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
আহা-হা-হা-হা লা লা লা লা হুম হুম হুম
বেজে গেছে কখন
সে টেলিফোন
Written by: Aninda Chatterjee, Chandril Bhattacharya, Shantanu Moitra