積分

詞曲
Minar Rahman
Minar Rahman
詞曲創作

歌詞

কেউ কথা রাখেনি, ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি
আর ডাকেনি
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো
কেউ দূর আকাশে জোছনা মাখে
কেউ জোনাকির আলোয় গল্প লেখে
কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে
ভুল পংক্তিমালায় আবারও হাসে
আবারও হাসে
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো
চেনা পথগুলো আজ দূরে দূরে
ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়
সেই পুরোনো ঘর, পুরোনো চাদর
সব স্মৃতি হয়ে দখিনা হাওয়ায় ভাসে
দখিনা হাওয়ায় ভাসে
কেউ কথা রাখেনি, ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি
কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি
আর ডাকেনি
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো
Written by: Minar Rahman
instagramSharePathic_arrow_out

Loading...