album cover
DUR NOY BESHI DUR OI (JAAK JA GECHHE TA JAAK) - SHYAMAL MITRA
27
世界音樂
DUR NOY BESHI DUR OI (JAAK JA GECHHE TA JAAK) - SHYAMAL MITRA 由 Saregama 於 2023年4月5日發行,收錄於專輯《 》中Shyamal Mitra - Step out Hits
album cover
發行日期2023年4月5日
標籤Saregama
旋律
原聲音質
Valence
節奏感
輕快
BPM151

音樂影片

音樂影片

積分

演出藝人
Shyamal Mitra
Shyamal Mitra
主唱
詞曲
Salil Chowdhury
Salil Chowdhury
詞曲創作

歌詞

দূর নয় বেশি দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে
ঐ বাঁধানো ঘাটের পারে
দূর নয় বেশি দূর ঐ সাজানো সাজানো বকুল বনের ধারে
ঐ বাঁধানো ঘাটের পারে
যেথা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে
পড়ে পড়ে আছে তার কিছুদূরে ঘাটের চাতাল ছাড়িয়ে
ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
শুকশারিরা সেখানে কূজনে কূজনে দু'জনে গাহিয়া যেত
ঐ নদীটি বহিয়া যেতো
শুকশারিরা সেখানে কূজনে কূজনে দু'জনে গাহিয়া যেত
ঐ নদীটি বহিয়া যেত
বনহরিণী তড়িত চকিত চরণে চমক লাগায়ে দিয়ে
তার চেয়ে ভালো চোখ দু'টি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে
সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
মোর মানসী কলসী কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াত এসে
মুখে মধুর মধুর হেসে
মোর মানসী কলসী কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াত এসে
মুখে মধুর মধুর হেসে
তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও উতলা হত
তার ঢেউয়ে ঢেউয়ে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে
সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত
তবু স্বপ্ন যে মনে হত
মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত
তবু স্বপ্ন যে মনে হত
সেই মগন স্বপন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল
এই পথ দিয়ে বধূ বেশে সে যে যেদিন গেল সে হারিয়ে
সেদিন আমার সজল হৃদয় দু'পায়ে গিয়েছে মাড়িয়ে
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
যাক, যা গেছে তা যাক
Written by: Salil Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...