音樂影片

3. Biday (বিদায়) - Album মৃত দেহের গান - HIGHWAY
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

積分

出演艺人
Amit Hasan Eather
Amit Hasan Eather
吉他
Samin Yasar
Samin Yasar
吉他
Rifat Arefit Haque
Rifat Arefit Haque
电低音吉他
Raiyan Amin Priyo
Raiyan Amin Priyo
吉他
Najem Anwar
Najem Anwar
长笛
Ibon Ibhtesham
Ibon Ibhtesham
键盘
Samuel Adhikary
Samuel Adhikary
作曲和作词
Amit Hasan Eather
Amit Hasan Eather
词曲作者
制作和工程
Amit Hasan Eather
Amit Hasan Eather
制作人
Samin Yasar
Samin Yasar
制作人
Barakat Shovon
Barakat Shovon
母带工程师

歌詞

সময় বদলায়, কেন বদলায় না অনুভূতি? সাদা-কালো বর্তমান, তবু কেন রঙিন বিস্মৃতি? মায়াবি রাতে একসাথে দেখেছিলাম পূর্ণ চাঁদ মায়াবি জলে আজ স্মৃতির নৌকা বাতাসে দোলে আপন হইনি, তবু কেন আপনের অভিনয়? ভাবোনি আমায় কভু বন্ধু, তবু কেন বেদনাময়? আজ এ বিদায় যেন শুধু আমারই হয় ভাড়ায় করা, তিন চাকার সবুজ ছোট্ট গাড়ি সেই গাড়িতে দিয়ে আসব তোমায় বাড়ি সন্ধ্যে হলেই গানে গানে তোমার আরো একটু কাছে তোমার ডানায়, আমার স্পর্শ কি আজও আছে? আপন হইনি, তবু কেন আপনের অভিনয়? ভাবোনি আমায় বন্ধু, তবু কেন বেদনাময়? আজ এ বিদায় যেন শুধু আমারই হয় দেখব তোমায় কালো জলে, শাপলা বিলে, পাতার ভাঁজে সাজাব তোমায় তোমার প্রিয় দোলনচাঁপায় পুরনো সাজে আমার গানে যেন খুঁজে না পাও তুমি কোনো অর্থ গাছ থেকে ছেঁড়া ফুল, হয়তো মূল্যহীন তবু জীবন্ত আপন হওনি, তবু কেন আপনের অভিনয়? ভাবোনি আমায় কভু বন্ধু, তবু কেন বেদনাময়? আজ এ বিদায় যেন শুধু আমারই হয়
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out