積分

演出藝人
Arati Mukherjee
Arati Mukherjee
主唱
Nachiketa Ghosh
Nachiketa Ghosh
演出者
Pulak Banerjee
Pulak Banerjee
演出者
Ri8 Music
Ri8 Music
混音師
詞曲
Nachiketa Ghosh
Nachiketa Ghosh
作曲
Pulak Banerjee
Pulak Banerjee
詞曲創作

歌詞

তখনই তো হলো দেখা যেই না নয়ন কিছু চেয়েছে
জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে
জানি না তো কি যে হবে এরপরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু'জনার
জ্যৈষ্ঠিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু'জনার
প্রথমে চমক ছিল, তারপরে ভালোলাগা এসেছে
ডুবে গেছে সেই মন, যে মন খুশির স্রোতে ভেসেছে
জানি না তো কী যে হবে সবকিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হল দু'জনার
জ্যৈষ্ঠিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয়, কী হয়, কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দু'জনার
Written by: Nachiketa Ghosh, Pulak Banerjee
instagramSharePathic_arrow_out

Loading...