歌詞
টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়
বেসামাল ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়
টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়
বেসামাল ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
না লেখা চিঠিগুলো মন পাহারায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়
ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়
সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
Written by: Saurav Bhadra, Souvik Gupta (Savvy)


