積分
演出藝人
Kazi Shuvo
演出者
詞曲
Rakib Mussabir
作曲
Zahid Akbar
詞曲創作
歌詞
মন-পাঁজরে শুধু তুমি আছ
কেউ তো আর থাকে না
ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখো না
হো, ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে
সে যে কেন মন বোঝে না
কেন থাকো দূরে, চোখেরই আড়ালে
মন তুমি ছুঁয়ে দেখ না
মন-পাঁজরে শুধু তুমি আছ
কেউ তো আর থাকে না
ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখো না
ভালোবাসি তোমায় যতন করে
এসো না মনেরই একলা ঘরে
ভালোবাসি তোমায় যতন করে
এসো না মনেরই একলা ঘরে
ভুলে তুমি যেয়ো না, দূরে আর থেকো না
মন খোঁজে তোমাকে
মন-পাঁজরে শুধু তুমি আছ
কেউ তো আর থাকে না
ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখো না
দিবানিশি তোমায় চাই যে কাছে
রাখো না মনেরই অন্তর-মাঝে
দিবানিশি তোমায় চাই যে কাছে
রাখো না মনেরই অন্তর-মাঝে
ভুলে তুমি যেয়ো না, দূরে আর থেকো না
মন খোঁজে তোমাকে
মন-পাঁজরে শুধু তুমি আছ
কেউ তো আর থাকে না
ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখো না
হো, ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে
সে যে কেন মন বোঝে না
কেন থাকো দূরে, চোখেরই আড়ালে
মন তুমি ছুঁয়ে দেখ না
মন-পাঁজরে শুধু তুমি আছ
কেউ তো আর থাকে না
ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখো না
Written by: Rakib Mussabir, Zahid Akbar