歌詞
কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গে মেখে আজকে সখি
সূর্যস্নানে চল
(সূর্যস্নানে চল)
কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গে মেখে আজকে সখি
সূর্যস্নানে চল
(সূর্যস্নানে চল)
দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গে মেখে
সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল
রোদ-বৃষ্টি-ঝড়ে মনের গহিন ঘরে
চিত্রপটে তোরই ছবি, তোরে মনে পড়ে
(তোরে মনে পড়ে)
তোরে মনে পড়ে
রোদ-বৃষ্টি-ঝড়ে মনের গহিন ঘরে
চিত্রপটে তোরই ছবি, তোরে মনে পড়ে
(তোরে মনে পড়ে)
তোরে মনে পড়ে
দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গে মেখে
সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল
(সূর্যস্নানে চল)
(সূর্যস্নানে চল)
মনের ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা
শেকল পড়া পায়
ক'দিন বাঁচা যায়, বেঁচে থাকা যে দায়
(বেঁচে থাকা যে দায়)
বেঁচে থাকা যে দায়
মনের ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা
শেকল পড়া পায়
ক'দিন বাঁচা যায়, বেঁচে থাকা যে দায়
(বেঁচে থাকা যে দায়)
বেঁচে থাকা যে দায়
দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গে মেখে
সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল
কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গে মেখে আজকে সখি
সূর্যস্নানে চল
(সূর্যস্নানে চল)
কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গে মেখে আজকে সখি
সূর্যস্নানে চল
(সূর্যস্নানে চল)
দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গে মেখে
সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল
(সূর্যস্নানে চল)
(সূর্যস্নানে চল)
Written by: Bappa Mazumder, Russel Onil


