歌詞
যে রূপের বাঁশি বাজান কৃষ্ণ ভগবান
সে রূপে ডুবে আমি গেয়ে গেলাম গান
চন্দ্রতনু কাজল আঁখি
দীঘল কালো কেশ
কালার ভালো লেগেছিল
আমারও লাগে বেশ
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
যে রূপের বাঁশি বাজান কৃষ্ণ ভগবান
সে রূপে ডুবে আমি গেয়ে গেলাম গান
সাঁঝ বিকেলে শহর ভিড়ে
হঠাৎ তারে দেখি
দেখি না তো সখী তোরে
মনের মাঝে রাখি
যুগ পেরিয়ে রূপের দাওয়ায়
আজও হারায় মন
একই মেঘে একই আকাশ
নতুন বরষায়
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
মেয়ে তুমি সাজাও আঙন
সাজাও দুয়ার ঘর
আলো ভরাও জগৎ জুড়ে
দীঘল চরাচর
আমি তো গাই রাগ-রাগিনী
রূপের অবদান
আমার পরেও নতুন কণ্ঠ
গাইবে একই গান
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
চন্দ্রতনু কাজল আঁখি
দীঘল কালো কেশ
কালার ভালো লেগেছিল
আমারও লাগে বেশ
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
যে রূপের বাঁশি বাজান কৃষ্ণ ভগবান
সে রূপে ডুবে আমি গেয়ে গেলাম গান
Written by: Bappa Mazumder, Indraneel Chattapadhyay


