音樂影片

音樂影片

積分

演出藝人
Bappa Mazumder
Bappa Mazumder
演出者
詞曲
Bappa Mazumder
Bappa Mazumder
作曲
Indraneel Chattapadhyay
Indraneel Chattapadhyay
詞曲創作

歌詞

যে রূপের বাঁশি বাজান কৃষ্ণ ভগবান
সে রূপে ডুবে আমি গেয়ে গেলাম গান
চন্দ্রতনু কাজল আঁখি
দীঘল কালো কেশ
কালার ভালো লেগেছিল
আমারও লাগে বেশ
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
যে রূপের বাঁশি বাজান কৃষ্ণ ভগবান
সে রূপে ডুবে আমি গেয়ে গেলাম গান
সাঁঝ বিকেলে শহর ভিড়ে
হঠাৎ তারে দেখি
দেখি না তো সখী তোরে
মনের মাঝে রাখি
যুগ পেরিয়ে রূপের দাওয়ায়
আজও হারায় মন
একই মেঘে একই আকাশ
নতুন বরষায়
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
মেয়ে তুমি সাজাও আঙন
সাজাও দুয়ার ঘর
আলো ভরাও জগৎ জুড়ে
দীঘল চরাচর
আমি তো গাই রাগ-রাগিনী
রূপের অবদান
আমার পরেও নতুন কণ্ঠ
গাইবে একই গান
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
চন্দ্রতনু কাজল আঁখি
দীঘল কালো কেশ
কালার ভালো লেগেছিল
আমারও লাগে বেশ
হারায় মানুষ হৃদপুরাণে
বেঁচে থাকে আশা
জীবন পুড়ে স্বপ্ন বাঁচে
বাঁচে ভালোবাসা
যে রূপের বাঁশি বাজান কৃষ্ণ ভগবান
সে রূপে ডুবে আমি গেয়ে গেলাম গান
Written by: Bappa Mazumder, Indraneel Chattapadhyay
instagramSharePathic_arrow_out

Loading...