歌詞

চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলি চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলি ও কি একবার আসিয়া সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলি চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলি রোজ সকালে পড়ছে মনে রোজ সকালে পড়ছে মনে এই কথাটা কেমনে বলি? চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলি বালিশ চাদর এপাশ ওপাশ একটুখানি গড়িয়ে নেওয়া বালিশ চাদর এপাশ ওপাশ একটুখানি গড়িয়ে নেওয়া আলতো ঘুমেই দুঃখটাকে আলতো ঘুমেই দুঃখটাকে খানিক সুখের প্রলেপ দেওয়া ও কি একবার আসিয়া সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে ও কি একবার আসিয়া সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে ও দিয়া ও দিয়া যান রে বন্ধু ডারা না হোন পার ওরে থাউক মন তোর দিবার থুবার দেখাই পাওয়া ভার রে ও কি একবার আসিয়া সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে রেতের বেলা একলা এখন জিরোচ্ছে সব শহরতলি রেতের বেলা একলা এখন জিরোচ্ছে সব শহরতলি চোখ দু'টো খুব পড়ছে মনে চোখ দু'টো খুব পড়ছে মনে এই কথাটা কেমনে বলি? চিলতে রোদে পাখনা ডোবায় কোড়া কান্দে, কুড়ি কান্দে কান্দে বালিহাঁস কোড়া কান্দে, কুড়ি কান্দে কান্দে বালিহাঁস ওরে ডাহুকি কান্দনে সই মুই ছাড়নু ভাইয়ার দ্যাশ রে ও কি একবার আসিয়া সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে ও কি একবার আসিয়া (রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি?) সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে (রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি?)
Writer(s): Abbasuddin Ahmed, Saron Datta, Shayan Chowdhury Arnob Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out