音樂影片
音樂影片
積分
演出藝人
Sharmin Sumi
演出者
Irrfan Khan
演員
Parno Mitra
演員
Nusrat Imroz Tisha
演員
Mostofa Sarwar Farooki
指揮
詞曲
Sharmin Sumi
作詞
Pavel Areen
作曲
製作與工程團隊
Eskay Movies
製作人
歌詞
কার্নিশে ভুল, অবেলা বকুল
থাকো ছুঁয়ে একুল-ওকুল
থাকো ছুঁয়ে শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা! পারতাম, যদি পারতাম
আঙুল গুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল, টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল
ছাই হয় গোধূলি, কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা! সংশয়, যা হবার হয়
বোঝে না হৃদয় কত অপচয়
কনক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউ-এ ঢেউ-এ থেকে থেকে জলে নিলাম
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহারে! জীবন, আহা! জীবন
জলে ভাসা পদ্ম জীবন
Written by: Pavel Areen, Sharmin Sultana Shumi
