音樂影片

Naba Durga
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

積分

出演艺人
Dr. Supratim Mandal
Dr. Supratim Mandal
表演者
Rishi Panda
Rishi Panda
表演者
作曲和作词
Dr. Supratim Mandal
Dr. Supratim Mandal
词曲作者
Rishi Panda
Rishi Panda
词曲作者
制作和工程
Dr. Supratim Mandal
Dr. Supratim Mandal
制作人

歌詞

দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী তোমার বিজয়ে শারদ প্রভাত দেবী দুর্গে কৈলাশনন্দিনী দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী তোমারে পূজিতে রাবণ পুরোহিত রামের সাধনে তুমি বাসন্তী খড়গধারীনী কালিকা তুমি প্রেমের অনলে সীতা ও সতী মাতৃরূপিণী কখনো যোগিনী শক্তিরুপে তুমি কামিনী রুদ্র হৃদয়ে প্রেয়সী তুমি নারীর ললনা, তুমি মোহিনী স্কন্ধমাতা ব্যাঘ্র বাহিনী মুক্ত কেশে ঐশীরূপিণী সিদ্ধিদাত্রী ব্রহ্মচারিণী জয় মা দুর্গে কাত্যায়নী তুমি মা চণ্ডী জগৎ-জননী শুম্ভ, নিশুম্ভ দানব দলনি ধ্যানের গভীরে তুমি মহামায়া অন্নপূর্ণা, জয় মা ভবানী আত্মহীনা তুমি, তুমি ধরণী ভোলা শিবের তুমি রক্ষীণী কালের হৃদয়ে প্রকৃতি তুমি জয় মা দুর্গে বিপদতারিণী দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী জয় মা দুর্গে মহিষাসুরমর্দিনী
Writer(s): Rishi Panda, Supratim Mandal Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out