歌詞
সে মৃদু হাসে, হাসে না
স্মৃতির স্রোতে ভাসে না
ভেতরে, বাহিরে, গভীরে, ডাঙাতে
আশাতে, ভাষাতে, আঁধারে, আলোতে
সব মিথ্যে আদরে, নিয়তির বিরহে
তার যায় আসে না
কাঁদে না, সে কাঁদে না
কাঁদে না, সে কাঁদে না
কাঁদে না, সে কাঁদে না
কাঁদে না, সে কাঁদে না
প্রাণের গানে মন টানে
আবেগ আলিঙ্গনে
গগন জুড়ে মেঘ উড়ে
সূর্যটাকে সে পেয়ে ছাড়ে না
কাঁদে না, সে কাঁদে না (কাঁদে না)
কাঁদে না, সে কাঁদে না (কাঁদে না)
কাঁদে না, সে কাঁদে না
কাঁদে না, সে কাঁদে না
Written by: Ashraf, Ashraful Abedin Khan, Faizul Khan Tanim


